এশিয়ান বাংলা ডেস্ক : ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবল কড়া নাড়ছে দরজায়। ফুটবল দর্শক ও পর্যটকদের ভিড়ে আয়োজক রাশিয়া পরিণত হবে এক ‘টুকরো বিশ্বে’। ভ্রমণবিলাসী ফুটবল দর্শকদের সেবায় রাশিয়া ও ফিফার তৎপরতা থাকবে চোখে পড়ার মতো। নিরাপত্তা ও শৃঙ্খলাজনিত বিধি-নিষেধও থাকবে যথারীতি। রাজধানী মস্কোয় যেমন ম্যাচ চলাকালে এবং ম্যাচ শুরুর আগে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। ১৪ জুন রাশিয়া বিশ্বকাপের উদ্বোধন। ফাইনাল ১৫ জুলাই। মস্কোয় ১৪ জুন স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, আয়োজক দেশ স্টেডিয়ামে এবং ফ্যান জোনে বিয়ার বিক্রির ব্যবস্থা রাখবে। গত ফেব্রুয়ারিতে আয়োজক কমিটি জানায়, ফুটবল দর্শকরা কোকেন, গাঁজা এবং হেরোইনের মতো মাদক সঙ্গে রাখতে পারবে। অবশ্য তার জন্য ডাক্তারের ব্যবস্থাপত্র লাগবে।

কিন্তু বুধবার মস্কো সিটি হল বিভাগের আঞ্চলিক নিরাপত্তা বিভাগের উপ-প্রধান কিরিল মালিস্কিন জানিয়েছেন, খেলার আগে ও খেলা চলাকালে ফ্যান জোনে অ্যালকোহল বিক্রি বিরূপ প্রভাব ফেলতে পারে। ওয়েবসাইট।

Share.

Comments are closed.

Exit mobile version