এশিয়ান বাংলা, ঢাকা : নেইমারকে নিয়ে রিয়াল-পিএসজি টানাটানি চলছেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নেইমার খেলতে চান, রিয়ালের এমন দাবির পর পিএসজি জানায়, নেইমার বিক্রি হচ্ছেন না। রিয়ালের দাবি গুজব বলে উড়িয়ে দিয়েছে প্যারিসের ক্লাব। তারা মনে করছে, এই ধরনের খবর নেইমারের প্রতি মানুষের আগ্রহের কারণে ছড়াচ্ছে। পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাফি বলেছেন, তাদের কাছে নেইমারের দলবদলের কোনো খবর নেই। তিনি এই খবরকে গুরুত্ব দিচ্ছেন না। পিএসজির এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কা জানায়, নেইমারকে বিক্রির কোনো নির্দিষ্ট মূল্য নেই। কারণ বিক্রির জন্য তিনি বিবেচিতই হচ্ছেন না। তার বিষয়ে অন্যদের সঙ্গে চুক্তির খবর হাস্যকর। পিএসজির মাঠে মার্শেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর অস্ত্রোপচার করাতে ব্রাজিলে উড়াল দেন। সেখান থেকে ফিরে এখন পিএসজিতে আছেন। অনুশীলন শুরু করেছেন। ১৭ মে’র পর তিনি মাঠে নামার অনুমতি পাবেন। কেনের বিপক্ষে ১৯ মে পিএসজির মৌসুমের শেষ ম্যাচটি খেলতে পারেন। ওয়েবসাইট।

Share.

Comments are closed.

Exit mobile version