এশিয়ান বাংলা স্পোর্টস : রাশিয়া বিশ্বকাপে একেক ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন একেকজন। সেই রোটেশন পদ্ধতি থেকে সরে এসেছেন ব্রাজিল কোচ তিতে। সেলেকাওদের একক ও স্থায়ী অধিনায়ক হিসেবে তিনি ঘোষণা করেছেন নেইমারের নাম। পিএসজি তারকা নেইমার মনে করেন যে, ব্রাজিলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব তার জন্য ভালো হবে।

নিউজার্সিতে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে স্থায়ী অধিনায়ক হিসেবে নেইমারের নাম ঘোষণা করেন। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে ইস্ট রাদারফোর্ডে ম্যাচটি শুরু হয়েছে।
বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। ২৬ বছর বয়সী নেইমার দুটি গোল করেন বিশ্বকাপে। মাঠে বারবার চোট পাওয়ার ভান করে পড়ে যাওয়ার জন্য প্রচণ্ড সমালোচিত হন তিনি।

তিতের ঘোষণার পর নেইমার বলেন, ‘আমি আবারও নেতৃত্ব গ্রহণ করেছি। অনেক কিছু শিখেছি। আরও অনেক কিছু শিখব। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমার জন্য ভালো।’ নেইমার বলেন, ‘বিশ্বকাপে আমি প্রচুর ফাউলের শিকার হয়েছি। আমি এমন একজন খেলোয়াড়, যে এগারোবার বল পেলে দশবার সরাসরি এগিয়ে যায় প্রতিপক্ষের দিকে।’

তিনি যোগ করেন, ‘নেতৃত্ব পাওয়ায় আমার দায়িত্ব আরও বেড়েছে। কিন্তু আপনি যদি ভালো ফুটবল না খেলেন, তাহলে অধিনায়ক হয়ে কোনো লাভ নেই।’

Share.

Comments are closed.

Exit mobile version