এশিয়ান বাংলা স্পোর্টস : বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে সবশেষ নিজেদের আঙিনায় খেলেছিল বাংলাদেশ। বছরের শেষে এসে আবারও হোম সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে সোমবার প্রথম বাংলাদেশ দলের অনুশীলনটা হল উৎসবের মেজাজে।

খেলোয়াড়, কোচ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সমর্থকদের সঙ্গে সাংবাদিকদের উপস্থিতিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ ফিরে আসে। শুরুটা স্কিল অনুশীলন দিয়ে। সকালে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ ব্যাটিং অনুশীলন করেন একাডেমি মাঠে।

একাডেমি থেকে অনুশীলন শেষে ইনডোরে ঢোকার পথে মুশফিক সাংবাদিকদের বললেন, ‘আপনারা এখানেও? সবাই তো মাঠে!’

হোম অব ক্রিকেটে তখন কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যানকে নিয়ে কাজ করছেন কোচ স্টিভ রোডস। কোচ ভালোভাবেই জানেন, মুশফিক-মাহমুদউল্লাহদের নতুন করে দেখানোর কিছু নেই। নবাগত ফজলে মাহমুদ রাব্বি, দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনদের নিয়েই তাই কোচের কাজ। কোচ তাদের শেখাচ্ছিলেন কীভাবে ফাঁকা দিয়ে দু’এক রান নেয়া যায়।

সাকিব আল হাসান ইনজুরিতে। একজন বাঁ-হাতি অলরাউন্ডারের জায়গা পূরণ করতে নির্বাচকরা দলে নিয়েছেন ফজলে রাব্বিকে। ৩০ বছর বয়সী রাব্বি জানালেন, ‘সাকিব ভাইয়ের জায়গা নেয়া কারও পক্ষে সম্ভব নয়।’

এশিয়া কাপের আগে প্রাথমিক দলে সুযোগ পেয়ে অনুশীলন ক্যাম্পে ছিলেন ফজলে রাব্বি। মূল দলের হয়ে কাল প্রথমদিনের মতো অনুশীলন করলেন। তিনি বলেন, ‘আমি খুবই উপভোগ করছি। আমি সবাইকে দেখে শেখার চেষ্টা করছি। এখানে সবাই মনোযোগী।’

ফজলে রাব্বি ২০০৪ সালে ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন। ১৪ বছর পর জাতীয় দলে ডাক পেলেন। তিনি বলেন, ‘এতদিন ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছি। এখানে এসেই হঠাৎ কিছু করে ফেলতে পারব না। যেটা পারি সেটাই করার চেষ্টা করব।’

বয়স ৩০ হলেও প্রধান নির্বাচকরা তার ফিটনেসের প্রশংসা করেছেন। রাব্বি মনে করেন, ফিটনেস আরও ভালো হলে তার ব্যাটে বেশি রান আসবে। রাব্বি বলেন, ‘জাতীয় দলে আমি এখনও খেলিনি। তাই চাপ কী সেটা আগে থেকে অনুমান করতে পারছি না। প্রতিপক্ষ কে সেটাও দেখার বিষয় নয়। আমার লক্ষ্য যেটা করেছি সেটাই করার চেষ্টা করব।’

১৫ সদস্যের দলে প্রথমদিনে ছিলেন না পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাদের হালকা জ্বর। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে আজ জিম্বাবুয়ে দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। রোববার মিরপুরে প্রথম ওয়ানডে। ৫০ ওভারের সব ম্যাচ ডে-নাইট। শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে।

Share.

Comments are closed.

Exit mobile version